Nagad Discount

১০% ডিসকাউন্ট

পছন্দের কেনাকাটায় যদি পাওয়া যায় ডিসকাউন্ট, কার না ভালো লাগে! তাই গ্রাহকদের কেনাকাটার আনন্দ আরো বাড়িয়ে দিতে, GotoShop.com.bd নিয়ে এসেছে দারুণ ডিসকাউন্ট অফার। এখন GotoShop.com.bd থেকে কেনাকাটা করে, নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। অফারটি পরবর্তি নির্দেশ না আশা পর্যন্ত চলবে।

ডিসকাউন্ট ক্যাম্পেইনের শর্তাবলিঃ

১। নগদ গ্রাহকরা GotoShop.com.bd থেকে কেনাকাটা করে নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই, থাকছে ১০% ডিসকাউন্ট ।

২। নগদ গ্রাহকরা ক্যাম্পেইন চলা সময়ে একাধিকবার অংশগ্রহণ করে ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন

৩। নগদ গ্রাহকরা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন যদি তারা সরাসরি মার্চেন্ট ষ্টোর থেকে কেনাকাটা করে, ওয়েবসাইটে চেক আউট করার সময় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে ।

৪। এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে নগদ গ্রাহকের একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে

৫। এই অফারটির আওতাভুক্ত ডিসকাউন্ট সংক্রান্ত সকল তথ্য এবং তার দায়ভার ‘GotoShop.com.bd’-এর উপর। নগদ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ

৬। এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত GotoShop.com.bd কর্তৃক সংরক্ষিত এবং GotoShop.com.bd-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে


উল্লেখ, অফিসে এসে রিসিভ অথবা নগদ পেমেন্ট করা প্রডাক্টের উপর কোনো প্রকার ডিসকাউন্ট প্রদান করা হবে না  ।